Kanyashree K3 Scholarship for University
KANYASHREE K3 SCHOLARSHIP
Kanyashree K3 Scholarship 2021 for University girls students, who are currently pursuing a Postgraduate degree. On this category, no matter what is the material status and what is the monthly family income. Chief Minister also announced that among those Kanyashree holder top 10 girls, who will go for further study and research (PhD degree), their all the amount will provide by NRI citizens.
Here students of West Bengal get information about Kanyashree K3 Scholarship. How to apply. Eligibility for Kanyashree K3 Scholarship.
Then an online scholarship form is here too. Just go through the Scholarship Form below and submit.
Our executive will assist you to avail your Kanyashree K3 Scholarship.
১. আবেদনকারীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. কন্যাশ্রী K3 স্কলারশিপের আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কোন কলেজ অথবা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন (MA/M.Sc/M.Com) কোর্সে ভর্তি হতে হবে।
৩. যে সমস্ত ছাত্রীরা কোন ওপেন ইউনিভার্সিটি থেকে PG কোর্স করছে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
৪. কন্যাশ্রী K3 স্কলারশিপের আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই কন্যাশ্রী K2 আইডি থাকতে হবে। K2 আইডি না থাকলে কন্যাশ্রী K3 স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
৫. আবেদনকারীর অবশ্যই গ্রাজুয়েশনে 45% নাম্বার থাকতে হবে, তবেই সে কন্যাশ্রী K3 স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
৬. বিবাহিত এবং অবিবাহিত ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
